রেল স্টেশনের প্ল্যাটফর্মে করছে খেলা;
মানব শিশুরা এই দুপুরবেলা।
মলিন বস্ত্র নিষ্পাপ দু’টি চোখ;
নেই কেউ করবে তাদের জন্য শোক।
বন্ধ হলো খেলা ট্রেনের আগমনে;
আনন্দের ঢেউ খেলে যায় মলিন মনে।

সবাই পাতে হাত ট্রেন যাত্রীর সম্মুখে;
দশটি টাকা দেন তুলবো ভাত মুখে।
দু/একজন বাদে অধিকাংশ ফিরায়;
পেটের ক্ষুধা তাই বারবার যায়।  
ট্রেন চলে যায় তাকায় আকাশ পানে;
জানিনা কি দুঃখ জানার খোদার শানে।

টাকা নিয়ে যায় ফুটপাতের দোকান;
ডাল ভাতে বাঁচে জান।
একটু বড় যারা তারা পকেট মার;
সমাজ নেয় না তাদের ভার।
কিশোরীরা অল্প বয়সে যৌনদাসী;
ভবিষ্যৎ স্বপ্ন তাদের অংকুরেই বাসি।  

শুধু বেঁচে থাকা পড়ালেখ মিছে আশা;
কল্পনা তাদের পায়না ভাষা।  
আখেরে জন্মায় সমাজবিরোধী মাস্তান;
কিশোরী জন্ম দেয় জারজ সন্তান।
সে সন্তানেরও একই পরিণতি;
এটাই বাস্তবতা সমাজের চরম দুর্গতি।

এরা জানে না পিতা-মাতার পরিচয়;
নিশ্চয়ই তারা যমদূত নয়।
আমাদের মত তথাকথিত সভ্য যারা;
অন্যয় সংগঠিত তাদের দ্বারা।
রাষ্ট্র সমাজকেই নিতে হবে ভার;
এবার বন্ধ হোক পথ শিশু সৃষ্টির দ্বার।
তারিখ: ১৭-১০-২০২৪ ইং;