আজন্ম লালিত স্বপ্ন ধারণ করি বুকে;
সন্তান যেন থাকে মোর সুখে।
ভয় শঙ্কাহীন নিরাপদ পৃথিবী চাই;
ভবিষ্যৎ প্রজন্ম যেন সুখে থাকে সদাই।
অন্যায়ের কাছে হবে না মাথা নত;
স্বাধীন দেশে চলবে সবাই বীরের মতো।
দুধে ভাতে থাকবে তারা মহাসুখে;
ঝরবে না তাদের অশ্রুনীর গভীর দুঃখে।
মিলেমিশে রবে যেন আত্মীয় ভাই;
এমনি নিরাপদ পৃথিবী রেখে যেতে চাই।
মুক্তিযুদ্ধে হলেম সামিল বুকে নিয়ে আশা;
স্বাধীন সার্বভৌম দেশে বাঁধব বাসা।
জুটলো রক্তে আঁকা লাল সবুজের পতাকা;
সাথে ষড়যন্ত্রের কালো মেঘে আকাশ ঢাকা।
তখনও নিশ্চুপ থাকেনি সাম্রাজ্যবাদ;
দুর্ভিক্ষে লাখ মানুষের মৃত্যু বঙ্গবন্ধু উৎখাত।
বড়ই নিষ্ঠুর তারপরের ইতিহাস;
সামরিক জান্তা আর স্বৈরাচারের বাস।
স্তিপ্পান্ন বছরেও কাটল না আঁধার রাতি;
সত্যিকার গণতন্ত্র পেলোনা আজও জাতি।
ক্ষমতায় যখন যে যায় শোনায় আশার বাণী;
আশা হয় না পূরণ নতুন করে অঙ্গহানি।
দেশটা চলছে লুটেরার দখলে;
যেখানে যা পায় সব খায় খুবলে খুবলে।
সিন্ডিকেটের দৌড়াত্বে অসহায় জাতি;
চলছে ছাত্র-শিক্ষক কর্মচারীর রাজনীতি।
ব্যবসা-বাণিজ্য শিক্ষা-চিকিৎসা বাজার;
কর্মচারী সরকার সর্বত্র সিন্ডিকেট কারবার।
সিভিল সোসাইটি বিচার ব্যবস্থা;
কোথাও মিলছে না আজ সত্যিকারের আস্থা।
দুশ্চিন্তায় বিরক্ত পালিয়ে গেছে নিদ্রা দেবী;
দেশে সুখে আছে শুধু হিরোইন সেবী।
তাদের মগজে চিন্তা দেয় না হানা;
নেই দুশ্চিন্তা খোঁজে না ভবিষ্যৎ ঠিকানা।
ভালো থাকতে হলে হতে হবে নেশায় মত্ত;
ভালো থাকার এটাই উত্তম শর্ত।
আজ বুক ভরা শুধু নিরব কান্নার হাহাকার;
ক্ষমতা নাই ভবিষ্যৎ প্রজন্মকে মুখ দেখাবার।
নত মস্তকে বলে যাই শুধু একটি কথা;
পারিনি কিছুই দিতে ক্ষমীয় মোর অক্ষমতা।
তারিখ: ২০-০৯-২০২৪ ইং;