আলো ভেবে ছুটেছিনু যার পানে;
যারে দেখে মন ভরেছিল গানে।
ভেবেছিলাম সে মোর ত্রাণকর্তা;
প্রাণের সাথে মিশেছে তার সত্তা।

এত ডাকি তারে দেয় না সে ধরা;
বুঝিনা সেকি জীবন নাকি জ্বরা।
ফুল ভেবে গেঁথে মালা পরিনু গলে;
কণ্ঠক হয়ে ফেলিল মোরে ভুতলে।

ভেবেছিলাম মলয় সে ঝড়ো হাওয়া;
ঝড়ের কাছে যায়কি কিছু পাওয়া।
সে ভেঙ্গে করেতে পারে সব চুরমার;
ফুঁৎকারে নেভায় আলো শুধুই আঁধার।

সে তো নহে আলো সে যে আলেয়া;
আলেয়ার সাথে থাকেনা দেয়ানেয়া।
নিরাশায় ভরে গেলো সোনালী স্বপন;
আশার প্রদীপ নিভে অন্ধকার জীবন।
তারিখ: ১৯-০৩-২০২৫