মাগো তুমি কোথায় আছ কেমন আছো;
আজও কি অদর্শনে নয়ন জলে ভাসো?
মোর অসুস্থতায় সারারাত জাগো শিয়রে?
নিজে না খেয়ে আমার প্লেট দাও কি ভরে?
শুধু তুমি নেই সবই আগের মতই আছে;
থোকায় থোকায় লেবু ধরেছে লেবু গাছে।
তোমার হাসনাহেনা বন ছেয়ে গেছে ফুলে;
কিভাবে মোরা থাকি মাগো তোমায় ভুলে?
যেদিকে তাকাই মাগো শুধু তুমি আর তুমি;
তুমি ছাড়া নিঃস্ব আমি অর্থহীন এই ভূমি।
মাগো তুমি আমার বেহেশত আমার দেশ;
তব কোলে জন্ম নিয়ে আমি ছিলেম বেশ।
তুমি বিনে আমি দিশেহারা মনিহারা ফনি;
প্রাতে ঘুমের ঘোরে তব খোকা ডাক শুনি।
মনে হয় এখনো তুমি আছো মোর পাশে;
এখনো মনটা ভরে থাকে মা মা সুবাসে।
মাগো ভুলিনি তোমার সেই শাসনের কথা;
আমার মেরে তুমি হৃদয়ে পেয়েছিলে ব্যথা।
সেদিন আমি পাইনি মাগো এতোটুকু দুখ;
অতচ সারা রাত জেগে কেঁদে ভাসালে বুক।
তোমার হাতের মার খেতে বড় ইচ্ছা জাগে;
আমাকে মারলে যেন তব মনে ব্যথা লাগে।
সন্তানের ব্যথায় সদায় কাঁদে ময়ের হিয়া;
মায়ের মত কাউকে পাবেনা খুঁজলে দুনিয়া;
তারিখ: ১০-১০-২০২৩ ইং;