বল দেখি জগৎ মাঝে কে বেশি শক্তিমান?
কেহই নহে আমেরিকান প্রেসিডেন্ট সমান।
নিমিষে পৃথিবী করতে পারে ছারখার।
জাতিসংঘ ইউরোপ সদা থাকে পকেটে তার।
ভুল সবই ভুল সত্য জানলে ছিঁড়বে চুল;
হারিয়ে ফেলবে তুমি তোমার জাতি কুল।
তেলের চেয়ে শক্তিশালী নহে কেহ দুনিয়া পর;
আমেরিকান প্রেসিডেন্টও তেলে করে ভর।
তেল ছাড়া সুন্দরী নারী দেয়না ধরা;
এই দুনিয়াটা তেলের ওপর গড়া।
মধ্যপ্রাচ্যে আছে তেল সবাই পিছু ঘোরে;
বুড়াবুড়িও সদা মালিশ করে তেল কোমরে।
তেল ছাড়া যায় না পাওয়া বসের আনুকুল্য;
দুনিয়াতে খাঁটি জিনিস নেই তেলের তুল্য।
অযোগ্য বসকে বানাও দুনিয়ার সেরা;
বারবার বল বস ছাড়া অফিসের সবাই ভেড়া।
তোমার প্রমোশন হবে সবার আগে;
সিকি-আধুলিও পড়তে পারে তোমার ভাগে।
দিনে রাতে বউকে দিয়ে যাও খাঁটি তেল;
সংসারটা হবে আর নাকো জেল।
আদর আপ্যায়নে রাখবে ভরে দিবারাতি
তোমার কবরেও জ্বালাবে বাতি।
তেল ছাড়া নাতি নাতনিও আসে না কাছে;
মানুষকে নয় দুনিয়াটা তেলকে ভালোবাসে।
শোনহে মানুষ ভাই চুপি চুপি জানিয়ে যাই;
তেলের সমান শক্তি কার নাই।
তেলে স্বর্গ তেলে মর্ত্য তেলে সৃষ্টি ভক্ত;
যদি না দিতে পারো তেল দিতে হবে রক্ত।
এসো সবে মিলে তৈল মর্দন করি;
তেল চকচকে খাঁটি সমাজ ও দেশ গড়ি।
তারিখ: ১৬-০৩-২০২৫ ইং;