জগৎ মাঝে আছে যত জ্ঞানীগুণী মহাজন;
নিয়মিত চলে তাদের অধ্যায়ন।
অধ্যায়নই বাড়িয়ে তোলে জ্ঞান ভান্ডার;
তবেই তারা হয় সমজের কর্ণধার।
জ্ঞান বিনে দেয় না ধরা জীবনে সাফল্য;  
জ্ঞান বাড়িয়ে তোলে মনের উজ্জ্বল্য।
জগতে নাই কিছু জ্ঞানের সমান;
জ্ঞান জীবনকে করে তোলে মহামূল্যবান।

জগৎ মাঝে যা কিছু হতে তুমি ইচ্ছাধারী;
সে বিষয়ে অধ্যায়ন কর তাড়াতাড়ি।
তবেই সাফল্য এসে দেবে ধরা;
ধীরে ধীরে যাবে কেটে জীবনের খরা।
চাও যদি করতে অর্থ উপার্জন;
পুঁথি খুলে সদুপায় করতে হবে অন্বেষণ।
বিজ্ঞানের সাধনায় হতে চাও পথিকৃৎ;
বই মাঝে খুঁজতে হবে বিজ্ঞান চর্চার ভিত।

জগতে সাফল্যের নেই কোন শর্টকাট পথ;
নিমিষে উড়বে না তব বিজয় রথ।
অদ্যাবধি পৃথিবীতে সুন্দর যা কিছুর সৃজন;
সবকিছুর মূলেই ছিল জ্ঞানের সাধন।
তাই জ্ঞানীরা প্রতিদিন করেন জ্ঞানান্বেষণ।
পুঁথির মাঝে নিমজ্জিত তাদের জীবন;
বইয়ের চেয়ে বড় বন্ধু নেই দুনিয়ায়;
তুমি বইপ্রেমী দুনিয়াতে হোক তব পরিচয়।
তারিখ: ২৪-০৯-২০২৪ ইং;