পোড়ামন বারে বারে জানতে চায়;
এখনো কি গো মনে পরে আমায়?
পোড়ামন বারে বারে জানতে চায়;
এখনো কি গো মনে পরে আমায়?
সুখের লাগিয়া উড়াল দিলে স্বপ্নের দেশে;
আমি রইলাম পরে গাঁয়ে বধূবেশে।
কথা দিয়েছিলে দুটি হাত ধরে;
নিতে আসবে মোরে একটি বছর পরে।
বাঁধিয়া রাখি মন আশায় আশায়।
পোড়ামন বারে বারে জানতে চায়;
এখনো কি গো মনে পরে আমায়?
পথ চেয়ে পাঁচটি বছর হয়ে গেল পার;
তোমার দেখা মিলল না আর।
একটি দিন যায় ওগো এক যুগ সমান;
আজ ভুলে গেছি সব অভিমান।
নিশিতে স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায়।
পোড়ামন বারে বারে জানতে চায়;
এখনো কি গো মনে পরে আমায়?
দুটি বছর দিয়েছিলে ভিডিও কল;
তারপর করলে শুরু নানা ছল।
বহুদিন থেকে বন্ধ তোমার ফোন;
নিলে না খবর কি করে আমার মন।
দিবারতি মনো মাঝে ভাবি তোমায়।
পোড়ামন বারে বারে জানতে চায়;
এখনো কি গো মনে পরে আমায়?
তারিখ: ০৮-১২-২০২৪ ইং;