বলতে পারো বাংলাদেশে কি কি সস্তা;
আমার কাছে আছে এক বস্তা।
তিন ‘ক’ আছে সবার উপরে;
বলতো দেখি ‘ক’ দিয়ে কি কি গড়ে?
ভাবছ কলা, কালি, কলকাতা?
হইছে ছাতা ব্যাঙের মাতা।
‘ক’ দিয়ে হয় কাক কবি কবিরাজ;
এরা তোমার চারদিকে করছে বিরাজ।

কা কা ধ্বনি বড় কর্কশ অস্থির প্রাণ;
বিনি পয়সায় কী দারুন গান।
জন্ম থেকেই বাঙালিরা কবি;
তাইতো চাঁদে দেখে প্রিয়তমার ছবি।
শিশু থাকে বৃদ্ধ কবিরাজ সবাই;
সর্ব রোগের পরামর্শ বিনা পয়সায় পাই।
মুখে নাও শুধু অসুখের নাম;
চারদিক থেকে ছুটবে ঔষধের সুনাম।

দ্বিতীয় স্তরে আছে নেতা পন্ডিত মাস্তান;
পাল্লায় পড়লে থাকবে না জান।  
পন্ডিত কথায় কথায় বিলায় উপদেশ;
বিনি পয়সায় দান শ্রোতারা নিরুদ্দেশ।  
উপ-নেতা পাতি নেতা নেই শেষ;
সবার এক কাজ উদ্ধার করবে দেশ।
মাস্তানের সংখ্যার নেই শেষ;
পরের টাকায় পকেট ভর্তি আছে বেশ।

তৃতীয় স্তরে কুকুর প্রেমিক দালাল;
যদিও অধিকাংশ কুকুরের নেই ছাল।
তবু রাত দিন ঘেউ ঘেউ রব;
ডাস্টবিনের ধারে রাস্তায় ঘোরে সব।  
গোঁফ গজালেই প্রেমিক প্রেমিক ভাব;
রাস্তাঘাটে ঘোরে প্রেমিকার অভাব।
দালালের কথা নাইবা বলি আর;
বড়ই দুঃখ তাদের কাজ নেই বেকার।  

অর্থহীন মানুষ সমাজের আবর্জনা;
তাদের ভাগ্যে জোটে শুধুই গঞ্জনা।
আরো যারা বেকার;
পরিবার নিতে চায় না তাদের ভার।
আদর্শ বড়ই মূল্যহীন;
অর্থের কাছে বিক্রি হয় প্রতিদিন।
দেশে টাকাই শুধু মূল্যবান;
কোন কিছুই হয় না টাকার সমান।
তারিখ: ০৫-১১-২০২৪ ইং;