পত্রিকার পাতা খুললেই চোখ ছানাবড়া;
হত্যা আর মৃত্যুর খবরে পত্রিকা ভরা;
সর্বত্রই চলছে মৃত্যুর মিছিল;
দূরের আকাশে উড়ছে শকুন চিল।
শ্যেনদৃষ্টি নিয়ে তাকিয়ে দেখছে তারা;
সুযোগ পেলে সর্বশক্তি নিয়ে করবে তাড়া।  

এক দলের সাথে চলছে অন্য দলের লড়াই;
নিজ দলেও লড়ছে ভাইয়ের সাথে ভাই।
শান্তি ভয়ে দুঃখে অভিমানে নির্বাসনে;
হতাশায় ডুবছে নিরজনে।
ঝরছে রক্ত ক্রমাগত পড়ছে লাশ;
কেঁপে কেঁপে উঠছে মোদের সাধের আবাস।

প্রতিদিন রাস্তায়ও চলছে লাশের মিছিল;
প্রিয় হারানোর বেদনায় মানুষ নীল।  
ট্রেনের সাথে চলে বাস গাড়ির সংঘর্ষ;
গাড়ি মানুষ ভেঙ্গে চুরে বিধ্বস্ত।
রাস্তায় মিটে না গন্তব্যে পৌঁছার সাধ;
প্রতিটা রাস্তা যেন এক একটা মৃত্যু ফাঁদ।  

নারী ধর্ষণ আর হত্যা যেন দেশে ভবিতব্য;
কেমনে পরিচয় দেই আমরা সভ্য।
প্রতিদিন শুনি দু-চারটি নারী হত্যার সংবাদ।
সব শুনে মনটায় ভরেছে বিষাদ।
কান পাতলি শুনি প্রিয় হারানোর ক্রন্দন;
যুদ্ধাবস্থায় চলছে বুঝি আমাদের জীবন।

সভ্যতার আলোকবর্তিতা কর্ম মাঝে চাই;
সকল মানুষ হবে সত্যিকারের ভাই।
এসো সবাই মিলনের গান গাই;
সহমর্মিতার সূর্য গগন মাঝে পাক ঠাঁই।
অনিয়ম অন্যায় অবিচারের হোক অবসান;
সভ্য হিসাবে সমন্বিত হোক জাতির সম্মান।
তারিখ: ১৪-০১-২০২৫ ইং;