জগৎ জুড়ে মানুষে মানুষে চলছে বিভেদ;
লক্ষ কোটি খরচে মানুষের শিরচ্ছেদ।
দু’ টাকা ব্যয়ে চলে মানব কল্যাণ;
লক্ষ কোটি টাকায় ধ্বংসের আয়োজন।
প্রচার করে তারা মানবতার ধ্বজাধারী;
আসলে তারাই এ জগতে বজ্জাতের হাড়ি।

এক বছরের সামরিক ব্যয় করে কর্তন;
সম্ভব পৃথিবীর দারিদ্র বিমোচন।
সেদিকে আছে কি কারো নজর?
ধ্বংসের নেশায় সবাই আজি বিভোর।
মরছে ফিলিস্তিন জ্বলছে ইউক্রেন;
বড়ই প্রখর দুনিয়ার পরাশক্তির ব্রেন।
  
ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেয় কৌশলে;
বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চলে।
এটা দুনিয়ার বহু পুরাতন খেলা;
বহু শতাব্দী চলে জীবন নিয়ে অবহেলা।
এখন আবার ইজমে ইজমে সংঘাত;
মানবতার উপর চলছে চরম আঘাত।

অপুষ্টিতে কোটি শিশু আফ্রো-এশিয়ার;
ট্রিলিয়ন ডলার বোমায় ছারখার।
চোখে স্বার্থের ঠুলি মুখে মানবিকতা;
বিধাতা হাসে শুনে তাদের কথা।  
দিকে দিকে শুধু মানবতার অপমান;
মানুষ মানুষের জন্য হাস্যকর স্লোগান।
তারিখ: ২৯-১০-২০২৪ ইং;