প্রমোদ তরী টাইটানিকের ভয়াবহ পরিণতি;
ভোলা কি যায় সেই দুঃসহ স্মৃতি?
আনন্দ ভ্রমণ মুহূর্তে হয়ে গেল নিরানন্দ;
হারিয়ে গেল জীবনের সকল ছন্দ।
প্রশ্ন জাগে মনে অতি সংগোপনে;
হাতে রেখেছিল কি হাত প্রিয়জনে?
নাকি নিজ জীবন বাঁচাতেই ছিল ব্যস্ত;
প্রিয়জনকে ভাগ্যের হাতে করেছিল ন্যস্ত?

উত্তরটা নিঃসন্দেহে কঠিন থেকে কঠিনতর;
ধারণা করি বলেনি কেহ, হাতটি ধর।
পুরানো সেই কথা আজও খাসা;
চাচা গো চাচা আপন পরান বাঁচা।
বিপদেই সত্যিকারের বন্ধুর পরিচয়;
পুরানো কথাটি বারে বারে উচ্চারিত হয়।  
প্রিয়জনের বিপদ যখন সীমা ছেড়ে যায়;
ভালোবাসা অতি সংগোপনে বলে, বিদায়।

বাসার আল আসাদ পরাক্রমশালী রাষ্ট্রপতি;
চব্বিশ বছর ছিলেন সিরিয়ার অধিপতি?
বিদ্রোহীদের তাড়া খেয়ে মস্কোয় পলায়ন;
এখন আর নেই তার রমরমা জীবন।
চব্বিশ বছরের স্ত্রী আসমা আল আসাদ;
স্বামী হিরো থেকে জিরো মেটেনা স্বাদ।
তিন সন্তান থেকেও স্বামীর ডিভোর্স চায়;
লজ্জায় দুঃখে ভালোবাসা নীরবে পালায়।
তারিখ: ২৪-১২-২০২৪ ইং;