মৎস্য জলজ প্রাণী জলেই সে স্বাচ্ছন্দ;
ডাঙ্গায় তুললে হারায় জীবনের ছন্দ।
দীর্ঘ সময় তুলে রাখো ডাঙ্গায়;
নিঃশ্বাস বন্ধ জীবন চলে যায়।
প্রত্যেক প্রাণীর জন্য ভিন্ন পরিবেশ;
অন্য পরিবেশে জীবনটাই তাদের শেষ।
সামাজিক জীব সমাজেই থাকে সজীব;
সমাজ থেকে বিচ্ছিন্ন করলে নির্জিব।
হারিয়ে ফেলে জীবনের ছন্দ;
নিঃশ্বাসটাও হতে চায় বন্ধ।
থাকে না তার মাঝে সত্যিকারের হুশ।
তখন যায়না বোঝা অন্য প্রাণী না মানুষ।
নিঃসঙ্গতা মানুষের জন্য দুরারোগ্য রোগ;
নিঃসঙ্গতার কারণে বৃদ্ধি পায় দুর্ভোগ।
হারিয়ে ফেলে বাঁচার আশা;
নানা রোগ দেহে বাঁধে বাসা।
সদা সর্বদা ভুগতে থাকে বিষণ্নতায়;
মনো মাঝে নানান বিভ্রান্তি দেখা যায়।
হারিয়ে যায় মানব জীবনের ভারসাম্য;
মানুষের এই অবস্থা নহে কারো কাম্য।
যতই বাঁধিবে তারে ভালবাসায়;
মনটা তার ভরে উঠবে আশায়।
জীবনটা তার হয়ে উঠবে কর্ম চাঞ্চল্য;
আপনা থেকে তারে দেবে ধরা সাফল্য।
তারিখ: ১৩-০৯-২০২৪ ইং;