প্রতিদিন কত পানি বয়ে যায়
পদ্মা মেঘনা যমুনায়।
দুরন্ত সময় দ্রুত বয়ে যায়;
কিছু কি তার ফিরে পায়।
কত নতুন প্রাণের আগমন;
আর পুরাতনের প্রত্যাগমন।
এটাই তো বিধির বিধান;
শক্তি নাই করবে প্রত্যাখ্যান।
বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই নহে স্থির;
চলছে সবাই হয়ে অধীর।
জন্ম হলে অবধারিত মৃত্যু;
এটাই জীবনের চরম সত্য।
বিশাল বিশাল সব নক্ষত্র;
ব্ল্যাক হোলে বিলুপ্ত সর্বত্র।
এটা করতে পারে লঙ্ঘন;
ধরাধামে আছে কোন সুজন?
তবুও কারো ফেরে না হুশ;
সুযোগ পেলেই মারে ঢুস।
মন মাঝে ভরা হিংসা দ্বেষ;
অহংকারের নেই শেষ।
অন্যের ক্ষতি কাঁপেনা বুক;
পায় তাতে বিকৃত সুখ।
সর্বক্ষণ টলছে চরণ;
সীমিত জীবন ডাকছে মরণ।
তারিখ: ২১-১১-২০২৪ ইং;