শীতের শুষ্কতা সর্বত্র বিরাজমান;
থেমে গেছে পাখিদের গান।
বৃক্ষরা বৃদ্ধা বিধবা নারী মতন;
নিঃশব্দে দাঁড়িয়ে রংহীন দেহাবরণ।
পুষ্প পল্লব নিয়েছে বিদায়;
মৃত্যু প্রায় মূর্তি নিদারুন অসহায়।
বনে বিরাজমান কবর সম নীরবতা;
শুকনো পাতারা শুধু কইছে কথা।
শাখায় জমানো শিশির পড়ছে ঝরে;
চকিতে মনে হয় বৃক্ষরা কান্না করে।
রুক্ষ প্রকৃতি শোকে ম্রিয়মাণ;
অপেক্ষা কবে কোকিল গাইবে গান?
শীত বসন্ত জীবনের অবিচ্ছেদ্য অংশ;
শীত কোন কালই হবে না ধ্বংস;
ফিরে ফিরে হবে শীতের আগমন;
এটাই তো নশ্বর জীবন।
শীতের ভয়ে থাকবে বসে ঘরে?
সুখ দুঃখ নিয়ে বিধাতা জীবনটা গড়ে।
ভাবছো বসে চির বসন্ত বইবে জীবনে;
কালো মেঘ দেবে না দেখা গগনে?
রুদ্র বৈশাখ হাসে সাংগোপনে;
প্রস্তুত হও যুদ্ধ হবে কালবৈশাখী সনে।
নহে হতাশা নহে হেলাফেলা;
মানব জীবনটা ষড়-ঋতুর জুয়া খেলা।
তারিখ: ১১-১২-২০২৪ ইং;