ভালবাসি নিজেরে ভালোবাসি পরিজন;
যারা আমার আপনার চেয়ে আপন।
ভালোবাসি বন বনানী তরুলতা;
ভালবাসি জ্ঞান বিজ্ঞান আদর্শের কথা।
ভালোবাসি সূর্য আলো তাপ লাগি;
ভালোবাসি চাঁদ তারা হৃদয়ে ছবি আঁকি।
আমার লাগিয়া সকল সৃষ্টিরে ভালোবাসি;
ভালোবাসি প্রিয়ার সঙ্গ শিশুর হাসি।
ভালবাসি ঘুষের টাকা বিয়ার ব্র্যান্ডি;
ভালোবাসি মিষ্টি মাংস ভালবাসি ক্যান্ডি।
ভালোবাসি এই বিশ্বব্রহ্মাণ্ড;
প্রতিনিয়ত ঘটে চলছে কত আজব কাণ্ড।
ভালোবাসি বলেই আজও পাখি গায় গান;
মন প্রাণ ভরিয়ে দেয় ফলের ঘ্রাণ।
এসো মানুষকে আর একটু বেশি ভালোবাসি;
থাকবে না হানাহানি রইবে শুধুই হাসি।
দলের সাথে এসো দেশটাকে ভালোবাসি;
দেশের রোশনাই ছড়াবে দুনিয়ায় রাশি রাশি।
তারিখ: ০৮-১২-২০২৪ ইং;