কুসুমও কাননে ফুটিয়াছে নানা ফুল;
মৌ লোভে জুটিয়াছে অলিকুল।
ফুলের সৌরভে সুরভিত কানন;
মায়াময় করে তোলে ভ্রমরের গুঞ্জন।
ভ্রমরের ছোঁয়ায় উৎফুল্ল ফুল দল;
ধীরে ধীরে আঁখি খুলে হয়ে ওঠে চঞ্চল।
হেন কালে মায়া বনে রাবণের আগমন;
ছলনায় সুরক্ষিত সীতাকে করে হরণ।
সীতা উদ্ধারে রাম লক্ষণ যায় লঙ্কায়;
ছায়া সঙ্গী হয়ে হনুমান সাথে সাথে যায়।
ঘরোতর যুদ্ধে পরাজিত রাক্ষস বংশ;
রাক্ষস রাজা রাবণ সহ বংশ হয় ধ্বংস।
শত্রুকে দুর্বল ভেবে করিও না কভু ভুল;
কখন আসবে আঘাত হবে নির্মূল।
সময় থাকতে ন্যায় দন্ড হাতে নাও;
ফুলকে তার মত ফুটতে দাও।
ফুলের সুবাসে দশ দিক হবে মুখরিত;
পাখির গানে ভোরের আলো হবে উৎসারিত।
তারিখ; ২০-১১-২০২৪ ইং;