চলে তরী ফেলে নোঙ্গর কতনা বন্দর;
সওদা নামায় আর কিছু ভরে অন্তর।
নির্দিষ্ট গতিপথ মানেনা সে তরী;
সময় মাপারও নেই কোন ঘড়ি।
অবিরত চলতে থাকে দিবা রাত্রি;
প্রত্যেকে মোরা এমনি এক তরীর যাত্রী।

পথে কতজনের সাথে হয় চেনা জানা;
কেউ কাছে টানে কেউ করে মানা।
তবুও চলে লেনাদেনা নিশিদিন;
কত জনের কাছে রয়ে যায় কত ঋণ;
সময় নেই একটু দাঁড়িয়ে থাকবার;
শেষ গন্তব্য বহুদূর নিশীতের অন্ধকার।

চলছে তরী উড়ছে পাল শক্ত হাতে হাল;
হঠাৎ সাগর উত্তাল নৌকা টালমাটাল।
ছিঁড়ে যায় পাল ভেঙ্গে যায় হাল;
বহুদূর থেকে নাম ধরে ডাকে মহাকাল।
সব লেনাদেনার হয়ে যায় শেষ;
মহাকালের যাত্রা চলতে থাকে নিরুদ্দেশ।
তারিখ:২০-১১-২০২৪ ইং