ইসলাম অর্থ শান্তি, শান্তির ধর্ম ইসলাম;
কাজে আছে শান্তি নাকি শুধুই নাম।
ইসলামিক সাম্যের আদর্শের ফলে;
আশ্রয় নিত ইসলামের পতাকা তলে।
ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ মুসলমান;
নিজে অভুক্ত অন্যরে করেন অন্ন দান।

ভ্রাতৃত্ব সৌহার্দ্য পরধর্মে সহিষ্ণুতা কোথায়?
মুসলমানের সন্ত্রাসী চরিত্র জগৎ সভায়;
সহনশীলতা লজ্জায় গেছে মরে;
সে যারে যেখানে পায় সেখানে তারে মারে।
অন্যকে মারার যদি ফুরসত নাহি পায়;
নিষ্ঠুর ভাবে চালায় ছুরি ভাইয়ের গলায়।

শান্তি সংঘ বলে পরিচিত তাবলীগ জামাত;
তারাও এবার দিল করে মাৎ।
অস্ত্রশস্ত্রে সুসজ্জিত দু’টি দলের সংঘর্ষ;
চার জনের মৃত্যু জাতি বিমর্ষ।
এখানে আদর্শের নেই কোন সংঘাত;
ক্ষমতা আয়ত্ত করার জন্যই এই উৎপাত।  

এটা যদি হয় মুসলিম নেতৃত্বের চরিত্র;
মানুষত্বে কলেমায় একেবারে দরিদ্র।
মুসলিম পারে না হতে অন্যায়কারী;
অন্যায়ের বিরুদ্ধেই শুধু তুলবে তরবারি।  
মুসলিমের তরবারি যদি করে অন্যায়;
সে মুসলিম নামের কলঙ্ক মুসলিম নয়।

কোথা সেই মুসলমান জন দরদি মন;
অন্যের দুঃখে কাঁদে সার্বক্ষণ;
এতিমের চোখ মুছে কোলে তুলে নেয়;
পাড়া পড়শিকে ভাগ করে দেয়।
ধর্ম যাই হোক ক্ষুধার্ত যদি পাতে হাত;
যতটুকু সাধ্যি আছে তাই দেয় তৎক্ষণাৎ।
    
পরধন কেড়ে নেয়া যদি ঈমানি দায়িয়্ব হয়;
সে নিশ্চয়ই অসভ্য জাতি হবে তার ক্ষয়।
জ্ঞান-বিজ্ঞান বিদ্যায় হতে হবে দক্ষ;
তবেই মানুষ হিসাবে হবে পরিপক্ক।
বক্তৃতা নয় মানুষ দেখতে চায় কর্ম;      
তবেই সবাই নেবে মেনে ইসলাম শান্তির ধর্ম।
তারিখ: ২১-১২-২০২৪ ইং;