পারিনা ভুলতে ইসলামের স্বর্ণযুগের ইতিহাস;
ইসলামের পতাকাতলে কোটি মানুষের বাস।
এটার কারণ খুঁজে মহাবিস্ময়;
বেহেশতের হুর নয় মানবতার জয়।
ইসলামিক সাম্যের কারণেই হয়েছিল সম্ভব।
মালিক দাসের একত্রে নামাজ দারুন উদ্ভব।  

ইসলামিক আদর্শ সবার এক আইনে বিচার;
কুলি মজুর মেথর সবার সমান অধিকার।
নহে তা কাগজে কলমের কথা;
এটাই ছিল ইসলামের বাস্তবতা।
তাই ইসলামের সাম্যের সুশীতল ছায়াতলে,
সারা দুনিয়ার কোটি মানুষ আসে দলে দলে।

খলিফা লাগাম ধরে টানে ভৃত্য উটের উপরে;
ইসলাম সাম্য-ভ্রাতৃত্বের উজ্জল দৃষ্টান্ত গড়ে।  
নবী (সঃ) সর্বাগ্রে দিতেন সালাম;
আর সালাম চায় এ যুগের ইমাম।
মনে হয় সালাম পাওয়াটা পৈতৃক অধিকার;
মাথা দুলিয়ে লাঘব করে অধিকারের ভার।

হুজুররা শুধু বলেন বেহেশতে যাওয়ার উপায়;
জানে না দুনিয়াতে কেমনে সুখে থাকা যায়?
ইবনে আব্দুল আজিজের জামানায়;
যাকাত নেয়ার লোক খুঁজে না পায়।
এ যুগে ঠিক ভাবে হয় না যাকাত আদায়;
দরিদ্র মুসলমান নিরুপায় শুধু করে হায় হায়।