প্রিয় সুন্দরী, করো না এত অহংকার;
সময় নেবে না মেনে অহংকারের ভার।
আজ যেখানেই তুমি করছো গমন;
অপলক দৃষ্টিতে তাকায় ফেরে না নয়ন।
এ তো ক্ষনিকের মোদিরতা;
কিছুকাল পর রবে না মনে তব কথা।
কান পেতে শোনো গুণীজনের সাধনা;
তাদের স্মৃতি কখনো ভোলা যায় না।
স্থান-কাল পাত্র সময় পেরিয়ে যায়;
সবার ঊর্ধ্বে তাদের স্থান জগৎ সভায়।
সক্রেটিস এরিস্টটল শেক্সপিয়ার;
আজও বিদগ্ধ জনের জ্ঞানের আধার।
নহে রূপের বড়াই ব্রত হও জ্ঞান চর্চায়;
স্থান করে নিতে পারবে জগত সভায়।
সবাই করবে তোমায় কুর্নিশ;
জব করবে তোমার নাম অহর্নিশ।
হাজার বছর পর পাবে না দেহাবশেষ;
কর্ম লভিবে অমরত্ব হবে না নিঃশেষ।
সৌন্দর্য ক্ষণস্থায়ী দু'দিনে হারিয়ে যায়;
রূপ নয় কর্ম গুণেই মানুষ অমরত্ব পায়।
তারিখ: ২৩-১১-২০২৪ ইং;