হাজার বছর খুঁজেও পাইনি তোমার দেখা;
তাইতো আমি আজও একা।
প্রথম দেখার সেই স্মৃতি করছে জ্বলজ্বল;
হৃদয় আকাশে নক্ষত্র সম উজ্জ্বল।
যদি গো তোমায় পাশে পেতাম;
সাহারা মরুভূমিতে গোলাপ ফোঁটাতাম।
এন্টার্কটিকায় বয়ে দিতাম উষ্ণ ঝর্ণাধারা;
আদরে ভরিয়ে দিতাম দেহ হয়ে পাগলপারা।
চোখের নিমিষে অতিক্রম করতাম হিমালয়;
মঙ্গল গ্রহ করে নিতাম বিজয়।
স্তব্ধ করে দিতাম ইসরাইলি অগ্রাসন;
টলিয়ে দিতাম হোয়াইট হাউজের আসন।
বৃহস্পতিতে বাঁধিতাম বাসর ঘর;
জ্বলন্ত সূর্য মাঝে বসাতাম কবিতার আসর।
মেঘের ভেলা ভাসিয়া দু’জন;
নিরালায় বসিয়া শুনতাম পাখিদের কুজন।
তেপান্তরের মাঠে হারাতাম দু’জন একসাথ;
মিসিসিপির প্রবাহ থামাতাম দিয়ে বাঁধ।
মিটিয়ে দিতাম সব বিপদ বিসংবাদ;
বাঘে ছাগলে করত বৈঠক বসে একসাথ।
গড়তাম দুনিয়াটা শান্তির অমরাবতী;
যেখানে থাকবে না মানুষের কোন দুর্গতি।
সাকুরাজিমায় বসাতাম কফির আসর;
হাতে হাত রেখে প্রিয়া যদি হও মোর দোসর।
তারিখ: ১৮-১১-২০২৩ ইং;