সুখের লাগিয়া ছাড়িলাম আপন ঘর;
আপন করে নিলাম ছিল যে পর।
তাহারে বাসিলাম ভালো;
ভাবিলাম ছড়াবে বুঝি হৃদয়ে আলো।
সুখে ভরিয়ে দেবে হৃদয় আকাশ;
সর্বাঙ্গে বহিয়া যাবে সুখের বাতাস।
আতিথেয়তা দেবে বলে আনিলে ডেকে;
হাজার হাজার মাইল দূর থেকে।
তোমাদের প্রকৃতি মোদের জীবন বাঁচায়;
এলাম এখানে সেই সুখের আশায়।
সুখ পাখিটা গেল উড়ে;
বন্ধকের গুলিতে হৃদয়টা গেল ফুঁড়ে।
একটু বাঁচার আশা কি বেশি চাওয়া?
কেন যাচ্ছেনা সেটুকু পাওয়া?
ভালোবাসা চেয়ে পেলাম মৃত্যু জ্বালা;
জানিনা এরপর আসবে কার পালা।
মিনতি জানাই একটু সদয় হও;
পরিযায়ী পাখিদের একটু বাঁচতে দাও।
তারিখ: ২১-১১-২০২৪ ইং;