আমি চাইনি টাকার পাহাড় গড়তে।
আমি তো চাইনি বিলিয়োনার হতে;
চেয়েছি শুধু দেশটাকে ভালবাসতে;  
আর চেয়েছি তোমার প্রেমে ভাসতে।

চেয়েছি লিখবে আমায় নিয়ে কবিতা;
আমার আকাশে তুমি উজ্জ্বল সবিতা।
আমি চাইনি পাহাড় চূড়া ছুঁয়ে দেখতে;
চেয়েছি আনমনে তব ছবি আঁকতে।

চেয়েছি দুজনে নীল সাগরে ভাসতে।
আমি চাইনি টাকার পাহাড় গড়তে।
আমি তো চাইনি বিলিয়োনার হতে;
চেয়েছি শুধু দেশটাকে ভালবাসতে;  
আর চেয়েছি তোমার প্রেমে ভাসতে।

কেন তবে কবিতাকে জানালে বিদায়;
উন্মাদ হয়ে গেলে টাকার ক্ষুধায়।
জোঁকের মতো শুষে নিলে গরীবের রক্ত;
তুমি কবি থেকে হয়ে গেলে টাকার ভক্ত।

প্রতিদিন গভীর রাতে বাসায় ফিরতে।
আমি চাইনি টাকার পাহাড় গড়তে।
আমি তো চাইনি বিলিয়োনার হতে;
চেয়েছি শুধু দেশটাকে ভালবাসতে;  
আর চেয়েছি তোমার প্রেমে ভাসতে।

আজ টাকায় টাকায় ভরিয়েছ ঘর;
নেই কেউ চারদিকে সব হয়েছে পর।
যে দেশ প্রেমে তুমি ছিলে একদা পাগল;
সে দেশ চায় না দিতে তোমায় মাটি জল।

টাকা কি তোমায় দিয়েছে হাসতে?
চেয়েছি শুধু দেশটাকে ভালবাসতে;  
আর চেয়েছি তোমার প্রেমে ভাসতে।
আমি চাইনি টাকার পাহাড় গড়তে।
আমি তো চাইনি বিলিয়োনার হতে।
তারিখ: ২১-০৯-২০২৪ ইং;