জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তির অগ্রগতি;
হ্রাস করেছে মানব জীবনে দুর্গতি।
ন্যানো সেকেন্ডের হিসাব করে বিজ্ঞান;
সুপার কম্পিউটারের নির্ভুল সমাধান।
পায় না হদিস মানব মন কি চায়;
অসাধ্য সাধনে বিজ্ঞানের চেষ্টা বৃথায়।

খুঁজে ফিরছে সদা মানব মনের অবস্থান;
মগজ না হৃদয়ে নাকাল বিজ্ঞান।
বিশ্বব্রহ্মাণ্ডের বহু জট খুলেছে বিজ্ঞান;
মানব মন নিয়ে এখনো সীমিত জ্ঞান।
জটিল মানব মন;
নিজেও জানেনা সে কী করবে কখন!

মহাকাশ মহাসাগর চেয়েও রহস্য ঘেরা;
অনতিক্রম এখনো মনের বেড়া।
সুন্দরীকে দূরে সরিয়ে দেয়;
অন্যের কাছে কুৎসিত আপন করে নেয়।
জটিল মানব জীবন দারুন রহস্য ভরা;
জানে না বিজ্ঞান মনটা কী দিয়ে গড়া!!
তারিখ: ৩০-১২-২০২৪ ইং;