ওগো সাগর
কোথা থেকে পেলে এতো লোনা জল;
আমার মত বুঝি লোনা জলে ভিজে কপোল।
তাই বুঝি বেদনায় হয়ে গেছো নীল;
আমার হৃদয় সাথে তব হৃদয়ের গভীর মিল।

বেদনার পাখিটি করে শুধু ডাকাডাকি;
জানিনা কখন পাখি দেবে মোরে ফাঁকি।  
হৃদয়ে জ্বলছে ধিকি ধিকি তুষের অনল;
নিভে না আগুন যত ঢালি জল।
ওগো সাগর
কোথা থেকে পেলে এতো লোনা জল;
আমার মত বুঝি লোনা জলে ভিজে কপোল।
তাই বুঝি বেদনায় হয়ে গেছো নীল;
আমার হৃদয় সাথে তব হৃদয়ের গভীর মিল।

সদা হৃদয়ে চলে রক্তক্ষরণ;
এত ডাকি তবু ধরা দেয় না মরণ।
হৃদয়ে করেছি চাষ ভেবেছি ফুটবে ফুল;
বিষবৃক্ষ হয়ে দিল দেখা ভুল সবি ভুল।
এভাবেই একদিন হারিয়ে যাব অতল।
ওগো সাগর
কোথা থেকে পেলে এতো লোনা জল;
আমার মত বুঝি লোনা জলে ভিজে কপোল।
তাই বুঝি বেদনায় হয়ে গেছো নীল;
আমার হৃদয় সাথে তব হৃদয়ের গভীর মিল।

যে কুল ধরি ভেঙ্গে যায় সে কুল।
জানি এ জীবনে ফুটবে না কোন ফুল।
হৃদয়ে আমার অথৈ পাথার;
বইতে পারি না আর জীবনের ভার।
শুনিতে কি পাও আমার হৃদয়ের কোলাহল?  
ওগো সাগর
কোথা থেকে পেলে এতো লোনা জল;
আমার মত বুঝি লোনা জলে ভিজে কপোল।
তাই বুঝি বেদনায় হয়ে গেছো নীল;
আমার হৃদয় সাথে তব হৃদয়ের গভীর মিল।
তারিখ: ২৫-০৭-২০২৪ ইং;