আল্লাহর প্রথম ওহী রাসুল শানে,
“পড় তোমারা প্রভুর নামে”।
নিশ্চয়ই তাঁর কাছেও শিক্ষাই অগ্রাধিকার।
বিদ্যাহীন মানুষ পশুর সমান।
নেপোলিয়ান বোনাপার্টের আহ্বান,
শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি করব দান।
শহীদের রক্তের চেয়ে অধিক মূল্যবান,
বিদ্যানের কলমের কালির মান।
শিক্ষা হলো সভ্যতার রূপকার।
ধর্ম ও নৈতিকতা শিক্ষা মহামূল্যবান;
শিক্ষায় গড়ে ওঠে আদর্শ সন্তান।
শিক্ষায় ঘাটায় মানব মনের পূর্ণ বিকাশ।
নিরক্ষরতা সমাজ, দেশ ও জাতির শত্রু,
এমনকি জগত এবং বিধাতারও।
দেশ ও জাতিকে ধ্বংস যদি করতে চাও;
প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও।
বিদ্যা লাভের জন্য যদি হয় দরকার;
অবলীলায় সুদূর চীনে যাও।
উপরের কথাগুলো আমার নয়;
বিধাতা আর মহামানব কয়।
আমাদের দেশে অন্যায় কারী যারা;
তারা নিরক্ষর নয়, উচ্চশিক্ষায় শিক্ষিত তারা,
ক্ষমতায় সমাজের মধ্যমণি।
ঘুষ দুর্নীতি সংঘটিত হয় তাদেরই দ্বারা।
স্বাধীনতার পর থেকে অদ্যাবধি;
দেশে যারা করেছে দুর্নীতি;
তারা সবাই দেশের হর্তাকর্তা বিধাতা।
তাদের কাছে ছিল না এতোটুকু সততা।
টাকার কাছে বিক্রি হয়েছে তারা;
তাদের সব থাকলেও ছিল না সৎ চরিত্র।
প্রশ্ন জাগে মনে,
দেশের শিক্ষা কি প্রকৃত শিক্ষা নয়?
শিক্ষা কি নৈতিক চরিত্র গঠনে ব্যর্থ?
শিক্ষা কি শুধুই পুতিগত বিদ্যা?
শিক্ষায়তন কি অমানুষ গড়ার কারিগর?
যদি তাই হয়, বন্ধ করে দাও সব বিদ্যালয়?
এসো এখানে চাষ করি ফলাই ফসল।
আর কিছু না হোক মানুষ পাবে খাদ্য;
অমানুষ সৃষ্টির রাস্তা চিরতরে হবে বন্ধ।
তারিখ: ১৩-০৩-২০২৫ ইং;