বাসার সামনে ফুটপাতে গ্রিলের দোকান;
কচি কচি মুরগিগুলো আগুনে ঝলসান।
লোহার শিকে বিদ্ধ হয়ে ক্রমাগত ঘুরছে;
স্বল্প আগুনের আঁচে ধিকেধিকে পুড়ছে।

শুধাইল গিন্নী গ্রিলের সাথে গার্লিক নান;
হবে অসাধারণ সাথে একটা মিষ্টি পান।
আমি আমার দেহের দিকে তাকিয়ে হাসি;
গিন্নী বলে কেন হাসি মুরগি নহে খাসি।

সহাস্যে বলি তাকাও আমার দেহ পাণে;
গ্রিলের সাথে পার্থক্য নেই কোন খানে।
গ্রিলের মতই ঝলসানো আমারও চামড়া;
নাক গাল কপাল সবটাই পোড়াপোড়া।

সংসার চক্রে আমিও ঘুরছি ক্রমাগত;
সংসারের আগুনে পুড়ে হয়েছি বিধ্বস্ত।
ধিকেধিকে পুড়ে আমিও এখন গ্রিল;
মুরগির গ্রিলের সাথে মোর দারুন মিল।
তারিখ: ২৪-০৭-২০২৪ ইং;