সুখবর সুখবর জাতির জন্য মহা সুখবর;
আমাদের ত্রিলোত্তমা ঢাকা হয়েছে প্রথম।
বিনম্র শ্রদ্ধায় জানাই অভিনন্দন।
পুষ্প মাল্য পরানোর যথেষ্ট ইচ্ছা ছিল;
শত চেষ্টায়ও গলার ঠিকানা পাইনি খুঁজে;
তাই স্যালুট জানালাম ঢাকাকে চোখ বুঝে।
প্রিয় ঢাকা, তুমি যুগে যুগে মহিমান্বিত করো;
একে দাও মোদের কপালে গৌরবের তিলক।
আমাদের রাজনীতি অর্থনীতি ব্যর্থ;
তারা রক্ষা করতে পারেনি জাতির স্বার্থ।
তুমি তাদের জন্য এক বড় দৃষ্টান্ত;
আবার হয়েছ প্রথম তুমি বায়ু দূষণে;
অবশ্য শব্দ দূষনেও মাঝে মাঝেই হও প্রথম।
বিনম্র শ্রদ্ধায় করি কুর্নিশ তোমায়।
তারিখ: ২৩-০৩-২০২৫ ইং;