আকাশে শারদীয় পূর্ণিমার বিশাল চাঁদ;
মেঘ মুক্ত আকাশ চলছে জোছনা স্নান।
নীড়ে বসে পাখিরা করছে উষ্ণ আলিঙ্গন।

হঠাৎ কালো মেঘে ঢেকে গেল চাঁদ;  
ভৌতিক অন্ধকারে আচ্ছন্ন দুনিয়া;
বুড়ো বটগাছ ঘিরে কালো অন্ধকার।
মুহূর্তে নিশাচর পাখিরা হলো তৎপর।
পালানোর রাস্তা খুঁজে পায় না শিকার।  
যারে যেখানে পায় করে সাবার।

সুখের বাসরে চলছে দুর্বৃত্তের হানা;
রক্তাক্ত হয়ে গেল পুষ্প ছাড়ানো বিছানা।  
চার দিকে শুধু পিশাসের অট্টহাসি।
বাতাসে ভাছছে প্রিয় হারার চিৎকার;
আর অসহায়ের হাহাকার।

অপেক্ষার প্রহর কবে হবে শেষ;
সরে যাবে ভয়ংকর কালো মেঘ;
উন্মুক্ত আকাশে জোসনা ছড়াবে চাঁদ।
তারিখ: ১৮-১১-২০২৪ ইং;