হায় দুর্ভাগা দেশ বিপদের নেই শেষ;
অঙ্গে করেছে ধারণ আজব বেশ।
যে যখন থাকে ক্ষমতায়;
আইন আদালত চলে তার ইশারায় ।
তুড়ি মেরে নিঃশেষ মামলা;
চালায় নিরহ মানুষের উপর হামলা।  

কেউ বলে একাত্তরের স্বাধীনতা ভুল;
ছিড়তে ইচ্ছে করে নিজের চুল।
স্বাধীনতা বিরোধীদের ভূমিকায় ঠিক;
বলবো কারে নিজেকে জানাই ধিক্।
আজব দেশে জন্ম আমার;
বিতর্কে স্বাধীনতার তেপ্পান্ন বছর পার।

স্বাধীনতা বিরোধীর ছেলের আবদার;
জাতীয় সংগীত বদল করো এবার।
স্বাধীনতার পক্ষের শক্তি;
অন্যায় অবিচারে নানা বিভক্তি;
দেশপ্রেম আজ নির্বাসনে;
স্বাধীনতার সুবাতাস বইবে কেমনে?

ভুলে গেছি মোরা ন্যায় অন্যায় সততা;
টাকা ছাড়া নেই আর কোন কথা।
টাকার কাছে চরিত্র নিলাম;
নব চাঁদার পয়গাম বৃদ্ধি দ্রব্যের দাম।
টাকা স্বর্গ টাকা মর্ত্য টাকা ঈশ্বর;
রাজা উজির সবার ধ্যান টাকার উপর।

প্রতিশোধের নেশায় মত্ত আজ সবাই;
ব্যক্তি স্বার্থ উদ্ধারে কাজ করে যাই।
দুর্ভাগা দেশের কথা ভাবিনা কেউ;
স্বার্থসিদ্ধির হাতিয়ার ছাত্র জনতার ঢেউ।
মাথার চান্দি গরম কথা শুনে;
স্থান ফুটন্ত কড়াই থেকে জলন্ত আগুনে।
তারিখ: ০৯-০৯-২০২৪ইং;