আমরা সবাই জানি শিয়াল খুবই ধূর্ত প্রাণী;
সুযোগ পেলেই মুরগি ধরে করে টানাটানি।
আর কুকুর বড়ই বিশ্বাসী প্রভুভক্ত;
ক্ষতি হতে দেয় না থাকতে এক বিন্দু রক্ত।
কুকুর আর শিয়ালের শত্রুতা নহে অজানা
কুকুর শিয়ালকে দেখলেই করতে চায় ফানা।

শিয়াল ভাবে কুকুরকে কেমনে করবে জব্দ;
শিয়াল শুরু করল কুকুরের মত শব্দ।
কুকুরকে দেখে শিয়াল বলে হবে মোর বন্ধু;
দু’য়ে মিলে জীবনটা হবে নন্দু।
আমি ধরে খাব না তোমার ছানা;
দোহে মিলে গরব মোরা সুন্দর এক ঠিকানা।
  
সরল মনে কুকুর ভাবে বিষয়টা মন্দ না;
একসাথে থাকলে হবে না কোন যন্ত্রনা।
শিকার করা হবে নিশ্চয়ই সহজ কাজ;
জঙ্গলে করব আমরাই রাজ।
কুকুর বাচ্চা সহ গেল শিয়ালের গর্তে;
শিয়াল পাহারায় পুকুর গেল শিকার করতে।

শিকার নিয়ে ফিরে কুকুরের মুখে নেই রাও;
ছানার হার পড়ে আছে শেয়াল উধাও।
শোকে পাগল কুকুর করে শুধু ঘেউ ঘেউ;
তার কথা শোনার জগতে নেই কেউ।
ঘেউ ঘেউ করে বলে বারে বারে;
কুজাতের সাথে বন্ধুত্ব বিপদ পরে ঘাড়ে।      
তারিখ: ২৬-০৩-২০২৫ ইং;