সততা বাতুলতা সরকারে অসীম স্বাধীনতা;
কিতাবে আছে বাস্তবে নেই জবাবদিহিতা।
দেশ জনতার মালিক নহে সরকার;
মানে না সে কথা তারা শুধু পাহারাদার।
সীমাহীন স্বাধীনতায় সরকার স্বৈরাচার;
মানে না আইন মানেনা আচার বিচার।  
তোতা পাখির মতো মুখে গণতন্ত্র;
মনো মাঝে নিশিদিন বাজে স্বৈরাচারী যন্ত্র।

পাহারাদার যা পায় করতে থাকে ভক্ষণ;
খাওয়ার চোটে দেশের রক্তক্ষরণ।
ফল পাতা খেয়ে খায় পুরো গাছ;
আজব এই দেশ হতভাগারা করে বাস।
যে যায় লংকায় সেই হয় হনুমান;
হনুমানের অত্যাচারে ওষ্ঠাগত মানব জান।
ক্ষমতায় গেলেই মনে করে রাজ্য জয়;
বোঝেনা কিছুতেই স্বাধীনতা সীমাহীন নয়।
তারিখ: ১০-০৯-২০২৪ ইং;