মাসের নাম মাঘ দারুন শীতে কান্দে বাঘ;
সন্ধ্যা হলে বন্ধ হয়ে যায় পূজার ঢাক।
তাপমাত্রা মোটে ছয়;
বুড়ো হার মন মাঝে জাগে দারুন ভয়।
পারবো কি দিতে পাড়ি এবারের শীত;
নড়ে উঠছে দেহ মাঝে হাড়ের কঠিন ভিৎ।

ছেঁড়া কাঁথা কম্বল মাঝে গুটিসুটি মারি;
কুকুরের মত রাতটা দিলাম পাড়ি।
বিছনা ছাড়তে মনটা চায় না কিছুতেই;
না উঠলে পেটের জ্বালা কেমনে মেঠাই!
তাইতো উঠতে হলো সকাল-সকাল;
মাঠে যেতে হবে নিয়ে মাতবরের হাল।

লাঙ্গল গরু নিয়ে ছুটলাম মাঠের পানে;
শীতের দাপট কি ছেঁড়া কাপড়ে মানে?
বুড়ো হার কাঁপে থর থর;
শীতের চোটে শরীরটা লাগছে জ্বর জ্বর।
হেনকালে উঠিল রবি আলোকিত গগন;
মনে হলো এটা মোর প্রিয়সির প্রথম চুম্বন।  
তারিখ: ১৩-১১-২০২৪ ইং;