.আগুন আগুন চারদিক জ্বলছে আগুন;
পুড়ছে বন পুড়ছে মন;
দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা;
কেমনে করবে গোপন।
পুড়ছে দোকানপাট অফিস আদালত;
পুড়ছে মানবিক মূল্যবোধ;
রাজনীতি অর্থনীতি সহমর্মিতা পুড়ছে;
উপায় নেই করে প্রতিরোধ।
রাজা উজির-নাজির পাইক-বরকন্দাজ;
সব দুর্বৃত্তের হাতে বন্দি;
বাঁচতে হলে উপায় আছে শুধু একটাই;
অন্যায়ের সাথে কর সন্ধি।
তারিখ: ০১-০৪-২০২৫ ইং;