কোসিং সেন্টারে আটকানো শিক্ষা ব্যবস্থা;
স্কুল কলেজে কমে গেছে আস্থা।
ছাত্র শিক্ষকের দম্পর্ক টাকায় পরিমাপ;
এটা কি সময়ের অভিশাপ?
আদর্শ এখন জলাঞ্জলি;
বস্তুবাদি জগতে আদর্শ টাকার নীচে বলী।

বর্তমান দুনিয়ার কাছে শিক্ষা একটা পণ্য;
ভাবলে করে গা ঘিনঘিন কী জঘন্য।
শিক্ষক পণ্যের মত বিক্রি করে শিক্ষা।
এ যুগে শিক্ষক নহে গুরু দেয়না দীক্ষা।
পরিণতিতে আদর্শ গেছে বনবাসে;
অন্যায়ের জোয়ারে সোনার দেশ ভাসে।

গবেষণার ধারে পাশে নেই শিক্ষক সমাজ;  
সবার শরীরে আছে রাজনীতির সাজ।
ছাত্ররাও আজ বন্দী রাজনীতির খাঁচায়;
পাশ রুটি রুজি সব রাজনীতি যোগায়।
পুঁথি পড়া নহে তেমন দরকারি;
যদি তার রাজনৈতিক দলটি হয় সরকারি।

শিক্ষক কি ব্যর্থ ছাত্রকে দেখাতে সঠিক পথ?
তাই বুঝি জাতির আজ চরম বিপদ?
শিক্ষকের সম্মান লেশমাত্র পাই না খুঁজে;
গুরুজনরা থাকেন দু’চোখ বুঝে।
ছাত্র-শিক্ষক সম্পর্কের চাই নতুন মূল্যায়ন;
শিক্ষা হোক জীবন দর্শন নহে পণ্য বিপণন।
তারিখ: ০২-০৯-২০২৪ ইং;