কথা বলে বেশি কাজ করে কম;
ভাব দেখায় শত্রুর যম।
দেবতার চেয়ে বড় নেতার মান;
সপ্তম আকাশে তার অবস্থান;
দেশ থাকে নেতার পদতল;
নেতার দুর্গতি যদি হয় বিরোধীদল।
জ্ঞান বিজ্ঞান গবেষণায় নেই দৃষ্টি;
নামে বিজ্ঞানী নেই কোন সৃষ্টি।
দেখলে সমস্যা পাশ কেটে চলে;
কৃপা ভিক্ষা করে নানা ছলে।
যা কিছু পায় লুটেপুটে খায়;
সেলফ ভরা বই ঢোকে না মাথায়।
পাঠাগার নেই ঘরে ঘরে উপাসনালয়;
করে না ধর্ম কর্ম নেই খোদার ভয়।
পারস্পারিক শ্রদ্ধাবোধের অভাব;
রাজনৈতিক নেতাদের দারুন স্বভাব।
তুচ্ছ বিষয় নিয়ে চলে দ্বন্দ্ব;
নিজ স্বার্থে অন্ধ নষ্ট সমাজের ছন্দ।
ক্ষমতাসীনকে তৈল মর্দনে সুদক্ষ;
দল বাজিতে পরিপক্ক।
দেশের প্রতি ভালোবাসার অভাব;
দুর্নীতিতে পাকা স্বভাব।
অর্থহীন গান গায়;
বেকুব জনতা না বুঝে তালি বাজায়।
চিন্তাশীল দক্ষ মানুষের নেই সম্মান;
টাকা দিয়ে মাপা হয় মানুষের মান।
পোশাকে কেতাদুরস্ত;
মানসিক ভাবে সাংঘাতিক অসুস্থ।
দুর্জন নেতা পিছু পিছু ঘোরে চামচা;
এটাই একটা ব্যর্থ রাষ্ট্রের রোজনামচা।
তারিখ: ১২-১২-২০২৪ ইং;