জীবনের জন্য পরিকল্পনা দরকার;
কল্পনার ফানুষ নহে আর।
কল্পনায় রাজা উজির হওয়া যায়;
দেখে অলক্ষ্যে হাসে বিধাতায়।
কল্পনারা যখন উবে যায়;
কল্পনা বিলাসী কপাল চাপড়ায়।

জীবন নহে রেল লাইন সম সমান্তরাল;
বরং সাগরের মত উত্তাল।
ঝড়-ঝঞ্ঝা জীবনে থাকবে;
বিপদ সর্বদা হাতছানি দিয়ে ডাকবে।
তাই বলে ভয়ে থাকবে ম্রিয়মাণ;
অসময়ে কি যাবে থেমে জীবনের গান?

রাখিও স্মরণ জীবনের নাম সংগ্রাম;
যুদ্ধ চলতে থাকে অবিরাম।
কখনো হার কখনো জিৎ এটাই জীবন;
ভীরুরা জীবন থেকে করে পলায়ন।
কর্মযোগেই জীবনের উন্নয়ন;
অবিরাম কর্ম সাধনে সফল হবে জীবন।
তারিখ: ১৯-০৬-২০২৪ ইং;