দুনিয়া জুড়ে চলছে ঝড়ের তাণ্ডবলীলা;
পুড়ছে মন ভাঙ্গছ ঘর পুড়ছে শীলা।
প্রেম ভালবাসা মিছে আশা;
স্বার্থের দুনিয়ায় ধ্বংস বেঁধেছে বাসা।
সর্বত্রই চলছে খাণ্ডবদাহন;
লেলিহান শিখা পুড়ছে মানব মন
জ্বলছে আগুন পুড়ছে ঘর;
প্রিয় মানুষ মুহূর্ত মাঝে হয়ে যাচ্ছে পর।
সাইবেরিয়া থেকে এন্টার্কটিকা বইছে ঝড়;
পুড়ছে মানুষের মন ভাঙছে সুখের ঘর।
বড়ই অস্থিরতায় ভুগছে যুব সমাজ;
ধ্বংসের নেশায় ছুটছে সুপারসনিক জাহাজ।
মনের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর;
দেহের মনিকোঠায় লুকিয়ে থাকে অন্তর।
প্রেম ভালোবাসা তাইতো দেহ সর্বস্ব;
ভালোবেসে নিজেকে করতে পারেনা নিঃস্ব।
যতক্ষণ অনুভবে থাকে দেহের আকর্ষণ;
ততক্ষণ বাঁধা থাকে তাদের মন।
দেহের আকর্ষণ যবে হয়ে যায় শেষ;
হৃদয়ের ঘন্টা বাজে ভালোবাসা নিঃশেষ।
বিদ্যালয়ে যেমন ছুটির ঘন্টা বাজে;
ভালোবাসা এখন সেজেছে একই সাজে।
সকালে প্রেম বিকালে ব্রেকআপ;
বুকের ব্যথা নেই ওয়াশিং মেশিনে ছাপ।
জাতিতে জাতিতে প্রীতি বন্ধন বড়ই দুর্বল;
বন্ধুত্বের বেশে লুটে আর্থিক সুফল।
লাভের খাতে যদি পরে টান;
নিমিষে মানটা হয়ে যায় উচাটান।
খুঁজতে থাকে অজুহাত লাগিয়ে দেয় যুদ্ধ;
অস্ত্র বিক্রি বাড়ে ভাব দেখায় করছে শুদ্ধ।
বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে সব লন্ডভন্ড;
সুনামি সাইক্লোন টর্নেডোর চেয়েও বড় দন্ড।
তারিখ: ২১-১২-২০২৪ ইং;