ব্লেড দিয়ে যায় কি কাটা মস্ত বড় গাছ?
কুড়াল দিয়ে যায় কি কাটা ঘাস?
তরবারি দিয়ে পারবে না চাঁচতে দাঁড়ি;
কামার কি বানাতে পারবে বাড়ি?
দামি গাড়িতে হয় না নদী পার;
এ কাজের জন্য ডিঙ্গি নৌকা দরকার।

দু’টাকার ব্লেডে যে কাজটি হয় পার;
অচল কোটি টাকার বুলডোজার।
তরবারিতে শত্রুর মাথা যায় কাঁটা;
শিলপাটাতে যায় মসলা বাটা।
কুমার বানাতে পারে দেবী মূর্তি;
জোকাররা মানুষকে জোগায় ফুর্তি।

স্বর্ণকারের টুংটাং কামারের এক ডাং;
ভাংরে ভাং অচলায়তন ভাং।
যে কাজে যেটা দরকার;
সেটা না হলে হবে না পার।
সবাই কি হতে পারে জয়নুল সুলতান;
সবার কন্ঠে কি সুরের লহরী তোলে গান?    

সবাইকে দিয়ে হয় না জগতে সব কাজ;
তাইতো নানা মানুষের নানা সাজ।
গায়কের কাজ গান গাওয়া;
পন্ডিতের কাজ শিক্ষা দেওয়া।
যোগ্য মানুষ যোগ্য আসনে হবে সেট;
নইলে হবে গোলমাল পুরোটাই আপসেট।
তারিখ: ১৬-১০-২০২৪ ইং;