যাহা কিছু পাই পুরোটা নিজেই খাই;
সবাইকে জানাই বাই বাই।
এটাই আমাদের মানসিকতা;
তাই সমাজে গড়ে ওঠে না একতা।
মুখে সদাই বলি গণতন্ত্র;
দিবানিশি করে চলি ষড়যন্ত্র।
রাজ ভান্ডার শুণ্য করি গোপনে;
গভীর দুঃখে গণতন্ত্র যায় নির্বাসনে।
গণতন্ত্রে থাকবে শেয়ারের মানুষিকতা;
তবেই গণতন্ত্রে আসবে পূর্ণতা।
সব কিছুর মালিকানা আমার;
গণতন্ত্র রক্ষা করে সাধ্য আছে কার।
যে দল যখন আসে ক্ষমতায়;
আসল কাজ বিরোধীদের ঠেঙ্গায়।
রক্তে যদি মিশে থাকে স্বৈরাচার;
কেমনে রক্ষা হবে স্বাধীনতা জনতার।
গণতন্ত্র ভাবিও না গাছের পাকা ফল;
অথবা ওয়াসার জলের কল।
গড়িয়ে পড়বে করবে ছলাৎছল;
মানসিক উৎকর্ষ বিনে গণতন্ত্র অচল।
গণতন্ত্রের সূতিকাগার পরিবার;
এখানেই করতে হবে শুরু চর্চার।
তারপর সমাজ দল দেশ;
হৃদয় মাঝে দরকার গণতান্ত্রিক আবেশ।
তারিখ: ১৮-০৯-২০২৪ ইং;