স্বাধীনতার অর্ধ শতাব্দী হল পার;
এখনো গণতন্ত্র হলো না উদ্ধার।
গণতন্ত্র স্বার্থের জালে বন্দী
গণতন্ত্র নিয়ে চলছে দুরাভিসন্ধি;
যখন ক্ষমতায় থাকেন যে জন;
গণতন্ত্রকে করতে থাকেন ধর্ষণ।
গণতন্ত্র হয় তার ক্রীতদাসী;
গণতন্ত্রের গলায় পড়িয়ে দেন ফাঁসি।

এদেশের নেতা-নেত্রীর মুখে গণতন্ত্র;
মনো মাঝে লুকায়িত স্বৈরতন্ত্র।
ক্ষমতার চেয়ার টাকা অর্জনের ফাঁদ;
গণতন্ত্র চারদিকের বাঁধ।
জনতা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার;
লক্ষ্য একটাই চেয়ারটা অধিকার।
একবার যদি চেয়ারটা জোটে;
চলে প্রচার নির্বাচিত জনতার ভোটে।

তারপর চলতে থাকে গণতন্ত্র ধর্ষণ;
জারজ সন্তান স্থানীয় সরকার নির্বাচন।  
একই ধারা পরবর্তী জাতীয় নির্বাচনে;
চলে ভোটের খেলা জনতা নির্বাসনে।
পেয়ে যায় ক্ষমতার মধুর হাড়ি;
বিদেশে তৈরি বেগম পাড়ার বাড়ি।
আবার আসে গণঅভ্যুত্থান;
ধর্ষিতা গণতন্ত্রের তবু জোটেনা সম্মান।
তারিখ: ৩০-০৮-২০২৪ ইং;