মূল্যবোধের চরম অবক্ষয়ের যুগে করছি বাস!
নিঃসন্দেহে বিষয়টি করছে হতাশ।
জানিনা এটা কি জেনারেশন গ্যাপ;
নাকি যুগের অভিশাপ!
তারুণ্য বলছে তাদের চিন্তা যুগের অগ্রগামী;
হতাশ বুড়োরা ডাকছে অন্তর্যামী।
এটা যদি হয় আধুনিকতা;
দুনিয়া থেকে বুড়োদের তুলি নিক বিধাতা।
ছোটরা এখন বড়দের করেনা সম্মান;
বুড়োদের দেখে তারা শুনায় আধুনিক গান।
ছোটরা মানে না বড়দের শাসন;
সব ভেবে অস্থির বুড়োদের মন।
রাস্তাঘাটে রিক্সার হুড তুলে করে কিস;
এই দেখে বুড়োরা করে ফিসফিস।
বলে তারা এটা কি বাঙালি কালচার!
সমাজ সভ্যতার হয়েছে মস্ত বড় আলসার।
ছাত্ররা শিক্ষককে করেনা শ্রদ্ধা পায় না ভয়;
বেত নির্বাসনে শিক্ষার কেমনে হবে জয়?
বন্ধু এখন ছাত্র-শিক্ষক;
কি করে শিক্ষক হবেন ছাত্রের রক্ষক?
শিক্ষা এখন কেনাবেচার পণ্য;
ভাবা যায় কি জঘন্য!
তাইতো আদর্শের হয়েছে জলাঞ্জলি;
সমাজ থেকে দূরে চলে গেছে শ্রদ্ধাঞ্জলি।
সন্তান বৃদ্ধ পিতা-মাতাকে পাঠায় বৃদ্ধাশ্রম;
নয় কি এটা যুগের ভ্রম?
স্বামী স্ত্রীর এক ঘরে বাস;
তারা একে অন্যের উপর চরম হতাশ।
দু'জনেই চুটিয়ে করছে পরকীয়া;
দেখে মনে হয় নেই তাদের হিয়া।
সমাজে এখন নষ্ট লোকের বাস;
নিঃশ্বাস বন্ধ সমাজের চলছে শুধুই দীর্ঘশ্বাস।
যুব সমাজ ছাত্র-ছাত্রী বইকে দিয়েছে ছুটি;
সোশ্যাল মিডিয়ায় বাঁধছে জুটি।
দুনিয়া থেকে চলে গেছে লাজ শরম;
সব দেখে বুড়োদের আজ চান্দি গরম।
এটা কি প্রগতি না দুর্গতি?
এভাবে হবে কি দেশ সমাজের অগ্রগতি?
সারাদিন খুঁজি জবাব নাহি পাই;
ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়ে গেলাম তাই।
তারিখ: ২৩-০৬-২০২৩ ইং;