এইতো সেদিন গোল্লাছুট হাডুডু খেললাম;
চাঁদের জোছনায় সারারাত কাটালাম।
বন্ধুদের নিয়ে কত হৈচৈ কত হট্টগোল;
ছোট ভাই বোনের আধো আধো বোল।
বৈশাখী মেলার নাগরদোলা;
সেই সব রঙিন দিন যায় কি কভু ভোলা।  

আনন্দ হাসি গানে মুখরিত ছিল জীবন;
হাসনাহেনা বকুলের গন্ধে উতলা মন।
পুকুর নদীতে মাছ ধরার আনন্দ;
নাটক থিয়েটার জীবনে কি দারুন ছন্দ।  
সুন্দরীর বাঁকা চাহনি ভোলা কি যায়;
কত কথা রয়েছে সংগোপনে মনের পর্দায়।

মুক্তিযুদ্ধের সেই দিনগুলো যায় কি ভোলা;
আকাশে বোমারু বিমান জমিনে গোলা।
অনিশ্চিত জীবন রোমাঞ্চে ভরা;
শরীরে মনে প্রচন্ড শক্তি নেই কোন জ্বরা।    
লাখ স্মৃতি ভিড় করে মনের পর্দায়;
ভাসিয়ে নিয়ে যায় সুদূরে কোন নিহারিকায়।

এখন আর কোন কাজে পাই না উচ্ছ্বাস;
হৃদয়ে তোলে না ঝড় দখিনা বাতাস।
ফুলের মাঝে পাই শবের গন্ধ;
মনের দুয়ার খোলে না সারাবেলা বন্ধ।
সাহসটা হারিয়ে গেছে সর্বক্ষেত্রে শুধু ভয়;
এটাই বুঝি সময়ের কাছে জীবনের পরাজয়।  
তারিখ: ২৬-১২-২০২৪ ইং;