বউয়ের দাদাগিরি চব্বিশ ঘণ্টা চলে হায়;
বাসায় তেষ্টা তাই ভিষণ দায়।
এটা নেই ওটা নেই এটা দাও সেটা দাও;
গোস্ত বাদ করলা আর চিড়তা খাও।
শুয়ে থাকলে চলবে না আর;
উঠে বসে থাক অথবা যাও ঘরের বার।
কাজের বুয়ার ওপর চলে চিৎকার;
নাতি নাতনি করল সাবার আমের আচার।
দেশেও নেতা-নেত্রীদের দাদাগিরি বেশুমার;
সকাল বিকাল শুনি চিৎকার।
মাস্তান যদি হয়ে যায় নেতা;
কার কাছে কইবো তবে মনের ব্যাথা?
পাড়ায় মহল্লায় করছে তারা ফতোয়া জারি;
ভাবি এবার ছেড়ে দিতে হবে বুঝি বাড়ি।
রাস্তার মাস্তান ট্রাফিক পুলিশ;
যানজট বৃদ্ধি করে সুন্দরী রমণীরে দেয় শিস।
বাজারে চালিয়ে যাচ্ছে দাদাগিরি দোকানদার;
জ্ঞান হারিয়ে যায় শুনলে কথার ধার।
বিশ টাকার বেগুন বেচে এক’শ টাকা;
গুণছে লোকসান হচ্ছে নাকি পকেট ফাঁকা।
কেরানিরা এখন অফিসের দাদা;
তার কাছে আছে হাজার হাজার ফাঁদ পাতা।
টাকা যদি না দাও তার পকেট ভরে;
চলবে না ফাইল চোখ মুছে ফিরতে হবে ঘরে।
আমেরিকা করছে দুনিয়া জুড়ে দাদাগিরি;
বেহুশ হয়ে যাই শুনলে কথার শ্রী।
ইসরাইলি ধ্বংসলীলায় ফিলিস্তিন ছারখার;
আমেরিকা বলে আরো বোম মার।
সবাই করে দাদাগিরি আম জনতার উপর;
আম জনতার নেই চাপার জোর।
সবার দাদাগিরিতে জীবনটা নাভিশ্বাস;
কোন দিকে পাইনা আশ্বাস জোটে শুধু বাস।
তারিখ: ২৪-০৫-২০২৪ ইং;