পথ হারিয়ে ঘুরছি পথে পথের দিশা নাই;
দিনের আলোয় পথ খুঁজে না পাই।
ঘন কাল মেঘে ঢাকা গোটা আকাশ;
তীব্র বেগে ছুটে চলছে ঝড়ো বাতাস।
দৃষ্টিসীমা যায় না দূরে;
আসছে তীব্র ঝড়ো বৃষ্টি আকাশ ফুঁড়ে।

আপন-পর শত্রু-মিত্র চেনা বড় দায়;
বুঝিনা কিছুতেই গন্তব্য কোথায়?
চেনা চেনা সুরটাকে মনে হয় অচেনা;
বাঁশীটা কিছুতেই আগের মত বাজেনা।
বাজাতে চাই মিষ্টি সুর;
বহুদূরে বেজে চলছে এক অচেনা সুর।

সুরের মায়া জালে অবরুদ্ধ মানব আত্মা;
জানিনা বাতাস আনবে বয়ে কি বার্তা?
স্বার্থের মায়াজাল পারবে কি ছিঁড়তে?
পারবে কি আবার দক্ষিণা মলায়ে উড়তে?
বন্দি আত্মার ক্রন্দন;
ঘন তমাশয় ঢেকে দিল সুশীল শান্ত মন।
তারিখ: ১৮-০৯-২০২৪ ইং