প্রাচীর ঘেরা রাজ প্রাসাদ সম বাড়ি;
গ্যারেজে দামি দামি গাড়ি।
মাংস পোলাও পায়েস ভরা হাড়ি।
বাক্স ভরা নানা রঙের দামি শাড়ি।
আছে নানান অলংকার;
অভাব নেই হীরা জহরত মনি মুক্তার।
  
টিনের নতুন ঘর সূর্যালোকে জ্বলজ্বল।
নতুন ঘরে পড়শি বাড়ি উজ্জ্বল।
তাই দেখে প্রাসাদের রানীর মনটা ভার;
ক্ষুধা তৃষ্ণা বন্ধ হয়ে গেছে তার।
পড়শির বাড়ি কেন করবে জ্বলজ্বল;  
সদায় থাকবে তারা মোদের পায়ের তল।

আমি জগৎ সেরা সবার মাথার মধ্যমণি;
আমিই সবার চেয়ে শ্রেষ্ঠ ধনী।
দেখলে পরের উন্নতি মাথায় ওঠে রক্ত;
সবাই হবে শুধুই আমার ভক্ত।
সর্বদা তার মাথায় ঘুরে শুধু এ কথা;
মাথায় মাঝে করে খেলা পরশ্রীকাতরতা।
তারিখ: ১১-১০-২০২৪ ইং;