তারুণ্যের আছে শক্তি আছে বল;
তারুণ্য দুর্বিনীত তারা উচ্ছল।
অজেয়কে জয় করার আছে শক্তি;
তারা মানে না যুক্তি করে না ভক্তি।
ভাবে অজেয় অমর অক্ষয়;
জয় মাল্য পারে গলে আনে বিজয়।
নির্দ্বিধায় ধরে সমুদ্র ঢেউয়ের ঝুঁটি;
ধরতে পারে অ্যানাকোন্ডার টুটি।
জয় করতে পারে এভারেস্ট চুড়া;
চিবিয়ে খায় রুইয়ের মুড়া।
সিংহের সাথে করতে পারে লড়াই;
জয় করে জীবনের চড়াই উতরাই।
অভিজ্ঞতা বহুদিনের সাধনার ফল;
ধীরে ধীরে হতে থাকে উজ্জ্বল।
বহু ঘাত প্রতিঘাত থেকে নেয় শিক্ষা;
জীবন সংগ্রাম থেকে পায় দীক্ষা।
অভিজ্ঞতা বিদগ্ধ চিত্তের অর্জন;
অভিজ্ঞতা লব্ধ মানুষ গুণী ও সজ্জন।
অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিলন;
হতে পারে এক অসাধারণ অর্জন।
অনভিজ্ঞকে যদি দাও গুরু দায়িত্ব;
হবেনা কাজের স্থায়িত্ব।
সব ক্ষেত্র দেখা দিবে বিশৃঙ্খল;
চাইলেও পাবেনা সত্যিকারের মঙ্গল।
সুদক্ষ মানুষের সঞ্চিত অভিজ্ঞতা;
নেতৃত্বে আনবে পরিপক্কতা।
বাস্তব জ্ঞানের যথাযথ নির্দেশনা;
তারুণ্যের কর্ম সম্পাদনা;
দুইয়ের মাঝে করতে হবে সমন্বয়;
তাহলেই আসবে সত্যিকারের বিজয়।
তারিখ: ২৬-১১-২০২৪ ইং;