মেঘ মেধুর রজনী ঘন বরিষণ;
চঞ্চলা মন কেমনে করিব গোপন।
মেঘ মেধুর রজনী ঘন বরিষণ;
চঞ্চলা মন কেমনে করিব গোপন।

অন্তরে বাজে শ্যামের বাঁশী,
বরিষণে দুকূল গিয়েছে ভাসি।
মদিরা ছড়ায় বকুলের গন্ধ;
হৃদয়ের দরজা হয়না তো বন্ধ।
মনটা আজিকে বড়ই উচাটন।
মেঘ মেধুর রজনী ঘন বরিষণ;
চঞ্চলা মন কেমনে করিব গোপন।

চন্দন পালঙ্কে মকমল বিছানা;
সাথী বিনে দেয় কাঁটার হানা।
মেঘের কন্ঠের গুরুগুরু গান;
তোমায় কাছে পেতে উতলা প্রাণ।
তুমি বিনে কে আছে মোর আপন?
মেঘ মেধুর রজনী ঘন বরিষণ;
চঞ্চলা মন কেমনে করিব গোপন।

তুমি বন্ধু পরবাসী বড় উদাসী;
গাঁথা মালা তুমি বিনে হলো বাসি।
দিবস কাটে নানা কোলাহল;
রাতে আসেনা ঘুম মনটা বড়ই চঞ্চল।
বন্ধু বিনে বল কেমনে কাটে ভরা যৌবন।
মেঘ মেধুর রজনী ঘন বরিষণ;
চঞ্চলা মন কেমনে করিব গোপন।
তারিখ: ০২-০৮-২০২৪ ইং;