বিশ্বব্রহ্মাণ্ড প্রতিনিয়তই হচ্ছে সম্প্রসারিত;
বিগ ব্যাং থিওরি দ্বারা প্রমাণিত।
তাই জাগতিক সব কিছু পরিবর্তনশীল;
যৌবনের মতামতে বৃদ্ধ কালে নেই মিল।
ক্ষমতার পালা বদলে মানুষ বদলায়;
সুবিধাবাদীরা নতুন করে সুবিধা নিতে চায়।
বয়সের সাথে সাথে পরিবর্তন হয় চেহারায়;
বদলায় মানসিকতা পরিবর্তিত চিন্তায়।
প্রিয় শার্ট প্যান্ট হয় ঘর মোছার ত্যানা;
আরো কিছুদিন পর ডাস্টবিনে হয় ঠিকানা।
এককালের জমজমাট রাজবাড়ি;
আজ দস্যু-তস্কর শেয়াল বাদুড়ে ছড়াছড়ি।
তাই বলি বিশ্ব সংসারে পরিবর্তন অনিবার্য;
প্রকৃতি দ্বারা এটাই হয়েছে ধার্য।
কিছু পরিবর্তন সভ্যতাকে পিছনে টানে;
সভ্যতার নিতম্বে আঘাত হানে।
পরিবর্তন নিয়ে হইও না অতি উৎসাহী;
নব পরিবর্তনে হয়ত হবে আবার ধরাশায়ী।
তারিখ: ০৪-০২-২০২৫ ইং;