ধরণী মাঝে ক্ষমতার কেন্দ্রে যার অবস্থান;
বেসুরা গলায় গেয়ে চলে নিজ গান।
ভাবে না মনে কন্ঠে আছে কিনা সুর?
খায়ের খাঁ বলে উঠে বারে বারে সুমধুর।
বোঝেনা বোঝেনা নিজের ভাবনা;
চারদিকে স্তুপ আকারে থাকে আবর্জনা।
চোখ থাকতেও ক্ষমতাধারীরা থাকে অন্ধ;
নিজের চোখ দু’টি সদা থাকে বন্ধ।
সবকিছু দেখে তারা চাটুকারের চোখে;
কপাল মন্দ জনতা থাকে দুর্ভোগে।
জনতা পা আটকানো ইঁদুর মারা কলে;
নেতা ভাবে জনতা ঘাসে মুখ দিয়ে চলে।
অনিয়মের ষোলকলা যখন হয়ে যায় পূর্ণ;
নেতা দেখে চারদিক শূন্য।
সুযোগ সন্ধানী চাটুকার গেছে বহুদূরে;
বাজে না বাসি আগের সুরে।
ফেরার পথ রুদ্ধ মরীচিকার পিছনে ঘুরে;
নিজের জালানো আগুনে নিজেই পুড়ে;
তারিখ: ১৫-১১-২০২৪ ইং;